দিনাজপুরের ফুলবাড়ীতে ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগীর মাঝে বকনা (বাছুর গরু) বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু নিতে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগীরা গরু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপজেলার বারাইহাট এলাকার টুইলো হেমরম বলেন, অভাবের সংসারে এই গরু অনেকটা উপকার করবে।
বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের মাটালু সরেন বলেন, হামরা (আমরা) সাঁতালরা (সাঁওতালরা) খুব অবহেলিত। গরু পায়া (পেয়ে) কিছুটা ভালো লাগোছে (লাগছে)।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান বলেন, বিতরণের আগে গরুগুলোর ওজন নির্ণয় করা হয়েছে। সর্বনিম্ন ৯০ থেকে ১২০ কেজি পর্যন্ত গরু বাছাই করা হয়েছে। ৭টি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে প্রতিটি গরুর সঙ্গে ১০০ কেজি করে সুষম খাদ্য ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। পরবর্তীতে চারটি করে টিন এবং খুঁটি দেওয়া হবে।
কেকে/এএস