কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে কৃষি জমি নষ্ট করে অবৈধ ভেকু ব্যবহার করে মাটি কাটা ও পরিবহন করায় দুইটি মামলায় দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।
সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) নাসরিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধ ভেকু, ট্রাক, ট্রাক্টরের মাধ্যমে ফসলী জমি থেকে মাটি কাটা ও বিক্রির সত্যতা পাওয়া গেছে। ওই এলাকার ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার গোপনভাবে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরিনকে অবগত করেন। এরই ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা মিললে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরিন ঘটনাস্থলে ভেকু ড্রাইভার মনোহরগঞ্জ উপজেলার বিহড়া গ্রামের রাজ্জাকের পুত্র রাশেদ ও ট্রাক ড্রাইভার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামপুরা গ্রামের আবু তাহেরের পুত্র আনিসকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ও ১ টি ট্রাক্টর জব্দ করেন।
এসময় সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সাংবাদিকদের বলেন, মনোহরগঞ্জ উপজেলার সকল নাগরিক, রাষ্ট্র ও পারস্পরিক স্বার্থ নষ্ট হবে, এমন সকল কাজ থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি মর্যদার জায়গায় নিয়ে যেতে চাই। এক্ষেত্রে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
কেকে/এজে