সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
রাজধানী
পূর্বাচলকে ছয় মাসের মধ্যে বাসযোগ্য করে গড়ে তোলা হবে: রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৫:৫৮ পিএম
সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান। ছবি : প্রতিবেদক

সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান। ছবি : প্রতিবেদক

রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের চলমান প্রকল্পসমূহের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য রাজউকের আওতাধীন হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার (৩ মে) সকাল থেকে সরেজমিনে এসব এলাকা পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে রাজউকের কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে, ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের সুষ্ঠু তদারকির জন্য পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সকল কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী ও কোম্পানি প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন রাজউক চেয়ারম্যান। 

এ সময় রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতাকর্মীদের সুবিধা অসুবিধা নিয়ে জানতে চান এবং অসুবিধা সমূহ সমাধান ও হাতিরঝিলকে একটি দর্শনার্থী বান্ধব স্থান করে তোলার জন্য নিয়মিত সঠিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর দিকনির্দেশনা প্রদান করা হয়। হাতিরঝিল এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এরপর রাজউকের প্রতিনিধি দল গুলশানে অবস্থিত রাজউক চেয়ারম্যান বাংলোর সংস্কার কার্যক্রম পরিদর্শনে যান। এসময় সংস্কার কার্যক্রম এর বাজেট ও সংস্কারের অগ্রগতি নিয়ে রাজউক চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করেন এবং বাজেট কমিয়ে সঠিকভাবে সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

পরিচ্ছন্নতাকর্মীদের সাথে মতবিনিময়কালে রাজউক চেয়ারম্যান

পরিচ্ছন্নতাকর্মীদের সাথে মতবিনিময়কালে রাজউক চেয়ারম্যান


বাংলো পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যানসহ অন্যান্যরা পূর্বাচলের বিভিন্ন এলাকা ও নতুন শহরের চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। যার মধ্যে রয়েছে পূর্বাচল নতুন শহরের রাস্তা ও ড্রেনের নির্মাণ কার্যক্রম। এসময় ড্রেন ও ফুটপাত এর নকশাগত ত্রুটিসমূহ নিরসন করে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য রাজউক চেয়ারম্যান দিকনির্দেশনা প্রদান করেন। এরপর প্রতিনিধি দল পূর্বাচল নতুন শহরের লেকপাড়ে ওয়াকওয়ে ও সাইকেলের রাস্তা পরিদর্শন করেন। ওয়াকওয়ের বিভিন্ন জায়গায় ভাঙ্গা ও নকশাগত ত্রুটি নিয়ে রাজউক চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করেন ও অবিলম্বে তা ঠিক করার নির্দেশ দেন। 

এছাড়া পূর্বাচলে নির্মাণাধীন কবরস্থান ও কাঁচা বাজার ও কবরস্থান পরিদর্শনকালে রাজউক অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঘর ও অন্যান্য স্থাপনা অপসারণের নির্দেশ দেন। কাঁচা বাজার পরিদর্শন করে অতিদ্রুত সেখানে বাজার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাজউক চেয়ারম্যান জানান। 

এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, ‘পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে।’ 

এ সময় পূর্বাচল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

পরবর্তীতে রাজউক চেয়ারম্যান পূর্বাচলে রাজউকের অফিস পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে রাজউক চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ হয়।

রাজউক চেয়ারম্যান জানান, ‘পূর্বাচল নতুন শহরের লেকের পাড় ধরে যৌথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করবে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়াও উত্তরা তৃতীয় পর্বের নির্মিত রাস্তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করবে রাজউক।’

এসময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, রাজউকের প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  পূর্বাচল   রাজউক   চেয়ারম্যান   রাজধানী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close