শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
মতলব উত্তরে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:২২ পিএম
ফরাজীকান্দি ইউনিয়নে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত। ছবি : প্রতিনিধি

ফরাজীকান্দি ইউনিয়নে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত। ছবি : প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে বিএনপির নতুন কমিটি গঠনের দাবিতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ মার্চ) বিকালে ফরাজীকান্দি ইউনিয়নের জনতার বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বেরিবাঁধসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় তৃণমূলের পরীক্ষিত, পরিশ্রমী এবং আন্দোলনে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা।

তারা আরো বলেন, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ।

বক্তারা তানভীর হুদার পক্ষে আরো বলেন, তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দীর্ঘদিন ধরে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠপর্যায়ে দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা প্রশংসনীয় এবং নতুন নেতৃত্বে তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে দায়িত্ব প্রদান করা সময়ের দাবি।

সমাবেশে বক্তারা ‘পকেট কমিটি’ গঠনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, দলীয় আদর্শ ও ত্যাগের মূল্যায়ন না করে ব্যক্তি স্বার্থে গঠিত পকেট কমিটি কখনোই তৃণমূলের কাছে গ্রহণযোগ্য হবে না। এমন কোনো কমিটি চাপিয়ে দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, বিএনপি নেতা তারেক সরকার, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, বিল্লাল হোসেন রনি, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা ইউপি সদস্য অলি উল্লাহ দেওয়ান, বিএনপি নেতা মিনু দেওয়ান, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ এমরান, সহসভাপতি রনি শিকদার, যুবদল নেতা জাকির হোসেন, সালেহ আহমেদ, জাহাঙ্গীর আলম, জুম্মন হোসেন, ইসলামবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, এখলাসপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবদল নেতা সোহরাব হোসেন, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া প্রমুখ।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৪

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close