শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১০ মে ২০২৫
শিরোনাম: যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান      রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান      ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস      যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ      সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক      রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়: গয়েশ্বর চন্দ্র      বাংলাদেশ সীমান্তে ভারতের ৩ জেলায় কারফিউ জারি      
গ্রামবাংলা
টঙ্গীতে বন্ধ কারখানার সামনে সংঘর্ষ আহত ১৫
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:২৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর কাদেরিয়া গেট এলাকায় যমুনা এ্যাপারেল লিমিটেড নামক একটি বন্ধ ঘোষিত পোশাক কারখানার সামনে সংঘর্ষে জড়িয়েছে কারখানাটির ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকরা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কারখানার প্রধান ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাটিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী।

পরে আহত শ্রমিকরা টঙ্গী পূর্ব থানায় গিয়ে হামলার বিচার দাবী করেন। এসময় পুলিশের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

আহতদের মধ্যে আট জন টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, রুহুল আমিন (৫০), ফাহিমা (৩০), বাদল হোসেন (৪৫), আশরাফুল আলম (২৫), অজয় কর (৪৮), রুমা (২৬), শাহাদাত (৪০) ও বিথী রাণী সাহা (৪০)। 

জানা যায়, যমুনা অ্যাপারেলস লিমিটেডে দুই হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। গত ২২ এপ্রিল কর্তৃপক্ষ ১১৪ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা বুঝিয়ে দেন। এরপর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নিয়মিত শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা স্বপ্রণোদিতভাবে কাজে আসলে ছাঁটাইকৃত শ্রমিকেরা এতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষকালে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় পুলিশ হৃদয় নামের এক শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়।

কারখানার নিয়মিত শ্রমিকরা জানান, তাদের আইন অনুযায়ী ছাঁটাই করা হয়েছে। তারা ২-৩ মাস বসে খেতে পারবে। কিন্তু আমাদের তো বেতন না পেলে চলার উপায় নেই। তাই আমরা ফ্যাক্টরিতে কাজে এসেছি। এতে ক্ষিপ্ত হয়ে চাকরিচ্যুতরা আমাদের ওপর হামলা করে। তবে হামলার অভিযোগ করছে চাকরিচ্যুতরাও।

এ বিষয়ে জানতে কারখানাটির মালিকপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায় নি। 

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   কারখানা   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
উদ্যোক্তা সৃষ্টিতে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস্ লিমিটেডের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

সর্বাধিক পঠিত

আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ভারতের ছোড়া ৬ ব্যালিস্টিক মিসাইল নিজ দেশেই পড়েছে
প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৫৯ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ
কাপাসিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close