ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান।
সোমবার (২৮ এপ্রিল) উপজেলা সংরক্ষণ ও চলাচল কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং কৃষকরা লাভবান হবেন।
উদ্বোধনী দিনে স্থানীয় কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। তারা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির মাধ্যমে ন্যায্য লাভের আশা প্রকাশ করেন। সংগ্রহ কার্যক্রমটি ঈশ্বরগঞ্জ এলএসডি-১ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন, অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা ।
এ বারের বোরো সংগ্রহ অভিযানের মূল উদ্দেশ্য হলো, কৃষকের উৎপাদিত ধান-চালের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জাতীয় খাদ্য মজুদকে আরো শক্তিশালী করা।
কেকে/এএস