খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আজ বুধবার রাত সাড়ে ৯টায় রাজধানীর শাহবাগে আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।
তিনি বলেন, কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। অনশনরত কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি উপাচার্যকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, না হলে কীভাবে পদত্যাগ করাতে হয়, তা ছাত্রসমাজ জানে।
শিক্ষার্থীরা জানান, তারা সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অফিস ছুটির সময় নয়, বরং রাত সাড়ে ৯টায় শাহবাগে অবরোধ করবেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। এর পরদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। ২৫ ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলন নতুনভাবে জোরদার হয়। ১৪ এপ্রিল ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ১৫ এপ্রিল উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা করে শিক্ষার্থীরা। আন্দোলনের জেরে তারা আবাসিক হলগুলোর তালা ভেঙে অবস্থান শুরু করেন এবং লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এদিকে বুধবার (২৩ এপ্রিল) কুয়েটের সিন্ডিকেট সভায় বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সাতটি আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি আগামী ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।
তবে এসব সিদ্ধান্তেও আন্দোলন থেমে যায়নি। শিক্ষার্থীরা তাদের একমাত্র দাবির বিষয়ে, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কেকে/এজে