গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন এবং সংস্কারকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে একটি মহল রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। তারা কৃত্রিমভাবে বিভ্রান্তি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন ও সংস্কার উভয় কার্যক্রমই পাশাপাশি অগ্রসর হচ্ছে। আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা গণ অধিকার পরিষদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১৯৯০-এর পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলগুলো একের পর এক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজের মতো পরিবর্তন এনেছে। এর ফলে প্রতিটি নির্বাচনের আগে সংকট ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন দেশে কোনো স্বৈরশাসনের অবকাশ নেই। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে একসাথে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর দেশ গড়ে তুলি এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হই।
অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস