হবিগঞ্জের মাধবপুরে দিনমজুর ছাবু মিয়াকে গলাকেটে হত্যা মামলার ১৬ বছর পর চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক একেএম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলা বারো চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও আব্দুল মোল্লার ছেলে আবুল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ছাবু মিয়া কিছুটা সরলসোজা প্রকৃতির লোক ছিলেন। ২০০৬ সালে ৩ সন্তান রেখে তার স্ত্রী রাশেদা বেগম একই গ্রামের এমরান মিয়ার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ নিয়ে ছাবু মিয়া ও এমরান মিয়ার মধ্যে বিরোধ তৈরি হয়।
২০০৯ সালে এপ্রিলে এমরানসহ কয়েকজন ছাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে স্থানীয় সম্পদের হাওরে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় তার ভাই হাফিজ মিয়া বাদি হয়ে ৫ জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন এ ঘটনার ১৬ বছর পর আদালত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে মামলার আরেক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেকে/ এমএস