নোয়াখালীর সেনবাগে এক পথসভায় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্লাহ। বক্তব্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন বিন্নাগনিকে মাইনাস করে, ছেলেপেলেদের ওপর আক্রমণ করে গায়ের গোশত ঝাড়বেন, আমরা আপনাদের গোশত ছিনে নিয়ে আসব। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) পথসভাটি অনুষ্ঠিত হয় সেনবাগ থানার মোড়ে। বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় বিএনপি সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, অর্জুনতলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে বিন্নাগনির বাসিন্দাদের ওপর হামলা ও মামলা হয়েছে।
সানাউল্লাহর বক্তব্যে ওঠে আসে, ২০১৮ সালের নির্বাচনে বিন্নাগনি কেন্দ্রে হামলা হয়েছে অর্জুনতলার নেতৃত্বে। ১৬ বছর আমরা ঠিকমতো ঘরে ঘুমাইতে পারিনি।
তিনি আরো বলেন, যদি আরেকবার কেউ আমাদের নেতাকর্মীদের গায়ে হাত তোলে, তাহলে সেই হাত কেটে ফেলা হবে। এ ছাড়া বিএনপির ভেতর ‘আওয়ামী দালালদের’ বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন তিনি।
বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে পুলিশের একটি গাড়িকে পাশ দিয়ে যেতে দেখা গেলেও, তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বলেন, এই বক্তব্যের পর অর্জুনতলায় আতঙ্ক বিরাজ করছে। তবে প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি হননি।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগপন্থি বিএনপিপন্থিদের প্রতি ক্ষোভ থেকেই এভাবে বলা হয়েছে। তবে একজন নেতার হিসেবে ভাষাটা আরো সহনশীল হওয়া উচিত ছিল, আমি তা স্বীকার করছি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বক্তব্যের ভিডিও এখনো দেখিনি। ওই সময় আমি ছুটিতে ছিলাম।
কেকে/এএম