সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা বাংলাদেশের
অনলাইন ডেস্ক
🕐 ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২৪
নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২ মার্চ) স্বাগতিকদের হারিয়েছে ২-০ ব্যবধানে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই টুর্নামেন্টে অধিকাংশ নতুন ফুটবলারদের নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ২৪ মিনিটে এগিয়ে যায় তারা। সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলে প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।
পাঁচ মিনিট পরই আরও একটি গোলের দেখা পায় বাংলাদেশ। নেপালের গোলরক্ষক বাংলাদেশের আলফিকে ফেলে দিলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন প্রীতি।
দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল খেলে প্রীতি-আলফিরা। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল প্রীতির সামনে; কিন্তু কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। অন্য ফরোয়ার্ডরাও জাল খুঁজে না পাওয়ায় জয়ের ব্যবধান বেশি বড় হয়নি। আগামী ৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।