সাকিবের দুবাই সফর নিয়ে যা বললেন পাপন
ক্রীড়া প্রতিবেদক
🕐 ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন সাকিব আল হাসান। কয়েকদিন আগে এক ভক্তকে নিজের টুপি দিয়ে পিটেয়েছিলেন তিনি। এবার বিতর্কিত হয়েছেন দুবাইয়ে সফরে হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করে।
সাকিবের দুবাই সফর প্রসঙ্গে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি জানেন না কিছুই।
হত্যা মামলার আসামির দোকান উদ্বোধনে সাকিব কেন দুবাই গেলেন, এমন প্রশ্নের জবাবে এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি জানতাম না যে সে কোথায় যাবে। আমি মাত্র কয়েক মিনিট আগে সাকিবের দুবাই সফরের বিষয়ে জানতে পেরেছি।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
