ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারত সফরে বিসিবি একাদশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ০৫, ২০২২

ভারত সফরে বিসিবি একাদশের দল ঘোষণা

বিসিবি একাদশের হয়ে ভারত সফরে যাচ্ছেন সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক। তার সঙ্গে জায়গা পেয়েছেন টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলামও এই দলটির অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন।

টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই মুমিনুল ইসলাম। এই সফরে তাকে রাখা হয়েছে মূলত হারানো ছন্দ খুঁজে পাওয়ার জন্য। তবে মুমিনুল দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া মিঠুনই দেবেন এখানকার নেতৃত্ব।

মুমিনুল ও তাইজুলের সঙ্গে এই দলটিতে আছেন ব্যাটার এনামুল হক বিজয় এবং তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সফরেও থাকছেন টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। এই একাদশে আছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক জাগানো পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। দলে আছেন প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেনও।

বিসিবি একাদশের ভারতে সফরের সবকটি ম্যাচই হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই সফরে ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে মিঠুনের দল...। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে, পরেরটি অনুষ্ঠিত ১৯ অক্টোবর। একদিনের ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ.., রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

 
Electronic Paper