ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে `ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ।

 

সভায় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস আর ফারুক, রংপুর পল্লী বিদ্যুৎ-২ গঙ্গাচড়ার ডিজিএম আব্দুল জলিল, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, ধামুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে গৃহদান প্রকল্পকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অবহিত করে তার ভুয়শী প্রশংসা করেন।

 
Electronic Paper