ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবাগত ইউএনওর সঙ্গে ফুলবাড়ী প্রেসক্লাবের মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

নবাগত ইউএনওর সঙ্গে ফুলবাড়ী প্রেসক্লাবের মতবিনিময়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার, ২১ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ফুলবাড়ী উপজেলায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান, যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, সমকাল প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ইত্তেফাক প্রতিনিধি অনিল চন্দ্র রায়, দৈনিক কালবেলা প্রতিনিধি অলিউর রহমান নয়ন, নিউনেশন প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 
Electronic Paper