নাশকতা মামলায় পৌর কাউন্সিলর আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর হাসানুর রহমানকে (৪৮) আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে আটক করা হয়।
পৌর কাউন্সিলর হাসানুর রহমান পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গত ১ নভেম্বর বিএনপি নেতাকর্মীরা পৌর শহরের হাসপাতাল মোড়ে চলাচলরত যানবহনের চলাচলে বাধা সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়ে। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধৃত কাউন্সিলর হাসানুর রহমানের বিরুদ্ধে ফুলবাড়ীতে ও ঢাকায় নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
