মসজিদের ইমামের বসতভিটা পুড়ে ছাই
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০২৩
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে বসতবাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে বসতঘরসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে নুরুল ইসলামের।
নুরুল ইসলাম পেশায় একজন ইমাম। গতকাল বুধবার সন্ধ্যা রাতে তার বসতঘর আগুন লাগে। চোখের পলকে আগুনে পুড়ে যায় সবকিছু। এতে পরিবারের ১০ সদস্যকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মরিচ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান।
নুরুল ইসলামের বসতভিটা ছাড়া আর কোন জমিজমা নেই। কিছু আবাদি জমি ছিলো সেগুলোও নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ইমামতি করার বিনিময়ে সামান্য সম্মানী পান তাই দিয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকমে জীবনযাপন করতেন তিনি। বসতবাড়ি নির্মাণে সমাজের বিত্তশালী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন নুরুল ইসলাম।