আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশিটারী এলাকার আবু তালেবের ছেলে এবং স্থানীয় জামতলা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদ্রাসা যাওয়ার সময় হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বালু বোঝাই ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করে স্থানীয় ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের নিয়ে চেয়ারম্যানের হাতে জমা দেন।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
