ক্যামিক্যাল ব্যবহার করে অভিনব ছিনতাই
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
🕐 ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

নিজের গহনা টাকা পয়সা নিজেই তুলে দিচ্ছেন ছিনতাইকারীর হাতে। তবে কোন অস্ত্রের ভয়ে নয়, বিশেষ ক্যামিক্যাল ব্যবহার করে এসব করা হচ্ছে বলে ধারণা ভুক্তভোগীদের।
এমন ঘটনায় পরেছেন গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বকসিচর গ্রামের জেসমিন বেগম। প্রায় ১০ মিনিটের মধ্য জেসমিনকে সর্বশান্ত করেছে একটি প্রতারক চক্র। গোবিন্দগঞ্জ বাজারের ভিতর এক প্রতারক চক্রের প্রতারনার স্বীকার হয়ে দেড় ভরি স্বর্ণের চেইন,কানের দুলসহ তার কাছে থাকা পার্স নিয়ে পালিয়ে যায় তারা।
সিসি ক্যামেরায় দেখা যায়, এই জেসমিনের সাথে কথা বলছে তিন প্রতারক। তারা জেসমিন বেগমকে বিভিন্নভাবে ব্যস্ত রেখে নাকে মেডিসিন দিয়ে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে যা বলে ঠিক তাই করতে থাকে, অবশেষে তার কাছে থাকা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী জেসমিন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, আমরা সিসি ফুটেজ হাতে পেয়েছি। শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
