ঘাস ক্ষেতে মিলল কিশোরের মরদেহ
সাদুল্লাপুর প্রতিনিধি
🕐 ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তীর চকিদারের খেয়া নামকস্থানের ঘাস ক্ষেত থেকে জিসান মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়। জিসান মিয়া সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজা মিয়া নামের এক কৃষক তার নেপিয়ার ঘাসের জমিতে যান। এসয়ম এই জমিতে জিসানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে জিসান নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
