ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শ্বশুরবাড়ীর নির্যাতনে জামাইয়ের মৃত্যু

উলিপুর প্রতিনিধি
🕐 ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

শ্বশুরবাড়ীর নির্যাতনে জামাইয়ের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে শ্বশুরবাড়ীর লোকজনের অমানবিক নির্যাতনে মেয়ের জামাই সিয়াম বাবু সুজন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, পৌর শহরের আব্দুল হাকিম গ্রামে। এ ঘটনায় সুজনের বাবা ফয়জার রহমান বাদী হয়ে নিহতের শ্বশুর-শ্বাশুড়ি, স্ত্রী, শালক, সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়াসহ নামীয় ৮জন ও অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের ফজা রহমানের পুত্র সুজন মিয়ার সাথে এক বছর আগে উলিপুর পৌরসভার আব্দুল হাকিম গ্রামের আব্দুল হামিদের মেয়ে হাবিবা বেগমের সাথে বিয়ে হয়। ৪ মাস আগে হাবিবা বেগম পরীক্ষা দেয়ার কথা বলে বাবার বাড়ীতে চলে যায়। এসময় সুজন মিয়া ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করছিলো। গত ৬ মার্চ সুজন মিয়া ঢাকা থেকে বাড়ীতে আসলে স্ত্রী হাবিবা বেগমসহ পরিবারের লোকজন কৌশলে ফোনে সুজনকে বাবার বাড়ীতে ডেকে নেয়। এরপর গভীর রাতে সুজনকে এলোপাথারীভাবে লোহার রড় ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করলে মাথায় ও বুকে আঘাত পেয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন পরদিন বিকেলে খবর পেয়ে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তবকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সড়ক অবরোধ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহেল রানা, আব্দুর রউফ টিটু, বিশ্বজিৎ সিংহ বাপ্পা, নিহতের ছোট বোন ফারহানা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সুজন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। এ ঘটনায় শ্বশুর-শ্বাশুড়ি স্ত্রী, শালা, সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়াসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 
Electronic Paper