সুন্দরগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি গ্রেফতার
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ
🕐 ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক তারিফুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা মামলার আসামি শাকিল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক সঙ্গীয় ফোর্সসহ বুধবার ভোরে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা এলাকা থেকে আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাকিল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার নাচনী ঘগোয়া গ্রামের সাজু মিয়ার ছেলে।
এর আগে, গত ১৬ জানুয়ারি সকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে উপজেলার নাচনী ঘগোয়া গ্রামের সাজু মিয়ার ছেলে তারিফুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, কৃষক শাহিন হত্যা মামলার অন্যতম আসামি শাকিল মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
