ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলল ভারত-বাংলা বর্ডার হাট

সুজন মাহমুদ, রাজীবপুর
🕐 ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

খুলল ভারত-বাংলা বর্ডার হাট

দীর্ঘ তিন বছর পর আজ খুলে দিয়েছে ভারত-বাংলা বর্ডার হাট। মহামারি করোনা ভাইরাস (COVID-19) এর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই বর্ডার হাট। ফলে কর্মহীন হয়ে পরেছিল ক্রেতা-বিক্রেতাসহ হাটে সম্পৃক্ত লেবার কুলিরাও।

আজকে আনুষ্ঠানিকভাবে বর্ডার হাটটি খুলে দেওয়া হয়েছে। হাট খুলে দেওয়ায় খুশি দুই দেশের ক্রেতা বিক্রেতারা।

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের আলম পাতি জেলার কালাইয়েরচরে যৌথভাবে এ হাটটি উদ্বোধন করা হয় ২০১১ সালে।

গত ১৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে আলোচনায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।

আজ বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশের পক্ষে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এবং ভারতের পক্ষে দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা উপস্থিত থেকে বর্ডার হাটটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়।

এছাড়াও দুই দেশের বিজিবি, বিএসফ ও হাটের ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper