ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘাঘট নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ
🕐 ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

ঘাঘট নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে নদী তীরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ ঘাঘট নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বলেন, প্রায় ২০ বছর ধরে সর্বানন্দের ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যে সাহাবাজ এলাকায় ঘাঘট নদী ভাঙছে। বর্ষা এলেই ভাঙন আরও তীব্র হয়ে উঠে। ঘাঘটের ভাঙ্গনে ইতিমধ্যেই প্রায় ৩০-৪০টি ঘরবাড়ি, একটি বেড়িবাঁধ ও কয়েক একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরো ২০-২৫টি বাড়িঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফসলি জমি ও স্থাপনা ভাঙনের হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সর্বানন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজি নুরুল ইসলাম শফিক, মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বাদশা, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম, জামাল মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 
Electronic Paper