ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে ফিলিং স্টেশনে রাখা ৩ বাসে অগ্নিসংযোগ

নাটোর প্রতিনিধি
🕐 ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

নাটোরে ফিলিং স্টেশনে রাখা ৩ বাসে অগ্নিসংযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে রাখা ৩টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, ফিলিং স্টেশনটিতে জিএম এবং আরকে.আর পরিবহনের ২০টি বাস রাখা ছিল। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ জিএম পরিবহনের তিনটি বাসে আগুন জ্বলতে দেখে পাম্পের কর্মচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তার আগেই আগুনে তিনটি বাস পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

 
Electronic Paper