তাড়াশ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ
🕐 ৭:৪৪ অপরাহ্ণ, জুন ০১, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে নবগঠিত পৌরসভা গঠনের ৬বছর পর প্রথমবারের মত পৌরমেয়র পেতে যাচ্ছে পৌরবাসী। গত বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেন। আগামী ১৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, গ-শ্রেনীর তাড়াশ পৌরসভা ২০১৭ সালে ৩১ ডিসেম্বর গঠিত হয়। পৌরসভার আয়তন ২৭.৫৩ বর্গ কিলোমিটার। এছাড়া ৯টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৬,৭১৬জন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ৮ হাজার ৫৬০জন ও পুরুষ ভোটার ৮ হাজার ১৫৬জন। পরবর্তীতে সীমানা জটিলতায় দীর্ঘদিন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার প্রথমবারের মত নির্বাচন হতে যাচ্ছে। এনিয়ে পৌরবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তফসিল অনুসারে নবগঠিত তাড়াশ পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মেজবাউল করিম বলেন, দীর্ঘদিন পর আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে তাড়াশ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
