ক্ষেতলালে মাদকবিরোধী সমাবেশ
ক্ষেতলাল প্রতিনিধি
🕐 ৫:৩৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
আলোচনা সভায় মাদকের কু-ফল, আইনি শাস্তিসহ মাদকের প্রতি শিশু-কিশোররা যেনো আসক্ত না হয় এবং মাদক আসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর প্রভাষক আমিরুল ইসলাম ও প্রভাষক সরোয়ার মোর্শেদ লিমন, প্রধান শিক্ষক আছাদুল ইসলাম, আজিজার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক হারুনুর রশিদ, অভিভাবক ওবায়দুল ইসলাম, জোৎনা বেগম, মানিক মন্ডল প্রমুখ।
ওই মাদকবিরোধী অভিভাবক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
