ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুদাসপুরকে ভূমিহীনমুক্ত ঘোষণায় প্রেস ব্রিফিং

গুরুদাসপুর প্রতিনিধি
🕐 ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

গুরুদাসপুরকে ভূমিহীনমুক্ত ঘোষণায় প্রেস ব্রিফিং

নাটোরের গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ ধাপে ১০০টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তরের মধ্যে দিয়ে গুরুদাসপুর উপজেলাকে “ক” শ্রেণির ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এর আয়োজন করে প্রশাসন। এতে লিখিত বক্তব্য রাখেন ইউএনও শ্রাবণী রায়।

 

বক্তব্যে মুজিববর্ষ ঘিরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলাতে এপযর্ন্ত প্রথম ধাপে বরাদ্ধ পাওয়া ৫০টি গৃহ, দ্বিতীয় ধাপে ১৩৫টি গৃহ, তৃতীয় ধাপে ১০৯টি গৃহ হস্তান্তরের কথা তুলে ধরেন তিনি। চতুর্থ ধাপে বরাদ্ধ পাওয়া ১০০টি গৃহ নিমার্ণ কাজও শেষ হয়েছে।

আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই ১০০টি নিমার্ণ গৃহ উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর মাধ্যমেই “ক” শ্রেনির ভূমিহীন-গৃহহীন মুক্ত গুরুদাসপুর উপজেলা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এউপলক্ষে সেদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে জানান তিনি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হান্নান মন্ডল ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper