ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রায়গঞ্জে আ.লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ

রাশিদুল হাসান, রায়গঞ্জ
🕐 ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

রায়গঞ্জে আ.লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোণের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ধানগড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা মোড় হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভার মিলিত হয়।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজি জিন্নাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম সরকার তালেব, সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম খান দুলাল, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক টি.এম শফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হাসান সুমন সরকার, পৌর আওয়ামী নেতা আলহাজ্ব মোঃ বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা মোঃ জিন্নাতুল আলম সম্রাট, মীর ওবায়দুল ইসলাম মাসুম, আবুহেলা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, মোঃ আহসান হাবিব সোহেল, গোলাম হাসনায়েন টিটো, মোঃ আল-আমিন সরকার প্রমুখ।

বক্তারা ককটেল বিস্ফোরণের প্রতিবাদ ও নিন্দা করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে ধানগড়াস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা মিটিং করছিলেন। এসময় কার্যালয়ের সামনে বিকট আওয়াজে ককটেল বিস্ফোরিত হলে সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবাইকে শান্ত করেন।

খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। পরে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মাহমুদ আকন্দ বাদী হয়ে জামায়াত বিএনপির ২০ জন নামীয় আসামীসহ অজ্ঞতা নামা ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 
Electronic Paper