ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একনজরে বাপ্পী লাহিড়ী

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

একনজরে বাপ্পী লাহিড়ী

জন্ম : ২৭ নভেম্বর, ১৯৫২, জলপাইগুড়ি, ভারত।

আসল নাম : অলোকেশ লাহিড়ী।

পরিবার : স্ত্রী চিত্রানী লাহিড়ী। দুই সন্তান রেমা লাহিড়ী ও বাপ্পা লাহিড়ী।

চলচ্চিত্রে প্রথম গান : ১৯৭৪ সালে। বাংলা ছবি ‘দাদু’তে তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর।

বাংলাদেশ-যোগ : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাপ্পী লাহিড়ীর সুরে ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে’ গানে কণ্ঠ দেন আব্দুল জব্বার।

গানের সংখ্যা : পাঁচ শর বেশি চলচ্চিত্র ও অডিও অ্যালবামসহ পাঁচ হাজারেরও বেশি গান।

পুরস্কার : ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা।

মৃত্যু : ১৫ ফেব্রুয়ারি ২০২২, মুম্বাই, ভারত।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper