ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আবু সাঈদ
🕐 ১১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-
ক. হাইড্রোমিটার খ. ব্যারোমিটার
গ. ল্যাক্টোমিটার ঘ. বোল্টামিটার
২. যেটি বেশি হলে প্রস্বেদন কম হয়-
ক. সূর্যালোক খ. পত্ররন্দ্র
গ. আপেক্ষিক আর্দ্রতা
ঘ. বৃষ্টিপাত
৩. ব্যাপন প্রক্রিয়া কোন প্রকারের পর্দার মাধ্যমে হয়?
ক. ভেদ্য পর্দা
খ. অর্ধভেদ্য পর্দা
গ. অভেদ্য পর্দা
গ. বৈষম্য ভেদ্য পর্দা
৪. উদ্ভিদ কোষে কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
ক. নিউক্লিয়াস খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্লাস্টিড ঘ. সাইটোপ্লাজম
৫. ক্রেবস চক্রের বিক্রিয়া-
ক. নিউক্লিয়াসে ঘটে খ. সাইটোপ্লাজমে ঘটে
গ. গলজি বডিতে ঘটে
ঘ. মাইটোকন্ড্রিয়াতে ঘটে
৬. বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-
ক. অ্যাম্পিয়ার মিটার
খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ভোল্টমিটার
৭. NADP কী?
ক. এনজাইম খ. কো-এনজাইম
গ. ভিটামিন ঘ. ফাইটোহরমোন
৮. কোন ফলটিতে এরিল আছে?
ক. আম খ. কলা
গ. লিচু ঘ. আনারস
৯. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ?
ক. পুননর্ভা
খ. কালমেঘ
গ. নয়নতারা
ঘ. সর্পগন্ধা
১০. কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
ক. মাছ খ, সরীসৃপ
গ. পাখি ঘ. স্তন্যপায়ী
১১. পানি সংবহনতন্ত্রের উপস্থিতি কোন পর্বের শ্রেণিতে দেখা যায়?
ক. Porifera
খ. Echinodermata
গ. Mollusca ঘ. Chordata
১২. কোনটি সমগোত্রীয় নয়?
ক. Musca domestica
খ. Apis in dica
গ. Aurelia ঘ. Anopheles
১৩. হাইড্রার দেহগহ্বরের না
ক. সিলোম খ. এন্টারন
গ. ব্লাস্টোসিল গ. সিলেন্টরন
১৪. পরিপাক ও পরিবহনের কাজ দুটি সম্পন্ন করে-
ক. হিমোসিল
খ. লসিকা
গ. সিলেন্টেরন
ঘ. রক্তরস
১৫. কোনটি তেলাপোকার মুখ উপাঙ্গ নয়?
ক. ম্যাক্সিলা
খ. ম্যান্ডিবল
গ. লেবিয়াম
ঘ. ক্লাইপিয়াস
১৬. অ্যালারি পেশি কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে?
ক. পৌষ্টিক নালি
খ. ট্রাকিয়া
গ. হৃৎপিণ্ড
ঘ. ম্যালফিজিয়ান নালিকা
১৭. মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কত?
ক. ছয় খ. সাত
গ. আট ঘ. পাঁচ
১৮. কোনটি গ্রন্থি নয়?
ক. অগ্নাশয়
খ. শুক্রাশয়
গ. ডিম্বাশয়
ঘ. পিত্তাশয়
১৯. আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি?
ক. পেপসিন
খ. লালা
গ. লাইপেজ
ঘ. অ্যামাইলেজ
২০. রক্ত কী ধরনের কলা?
ক. যোজক কোষ
খ. তরল যোজক কোষ
গ. রক্ষণীয় কলা
ঘ. কোনোটিই নয়
২১. অঙ্কুরায়ণের সাফল্যনির্ভর করে নিচের কোন প্রক্রিয়ার ওপর-
ক. অভিস বণ
খ. পরিশোষণ
গ. ব্যাপন
ঘ. প্রস্বেদন

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper