ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন জান্তা প্রধান

বুরকিনা ফাসোর জান্তা প্রধান লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবা একের পর এক জিহাদী হামলার প্রেক্ষিতে তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন। তিনি এ দায়িত্ব নিজেই নিয়েছেন।

সোমবার ঘোষিত ডিক্রিতে এ কথা বলা হয়।

জাতীয় টেলিভিশনে প্রচারিত প্রথম ডিক্রিতে জেনারেল বার্থলেমি সিম্পোরকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা বলা হয়। পরে প্রচারিত দ্বিতীয় ডিক্রিতে বলা হয়, প্রেসিডেন্ট নিজেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।

দেশটিতে গত ২৪ জানুয়ারির এক অভ্যুত্থানের মধ্য দিয়ে দামিবা ক্ষমতা গ্রহণ করেন। সাহেল অঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্রোহ চলছে। বুরকিনা ফাসোয় এ বিদ্রোহ ২০১৫ সালে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের শুরু থেকে জিহাদি হামলা বেড়ে যায়। যদিও নিরাপত্তা নিশ্চিত করাটাকেই জান্তা শাসকরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। কিন্তু দেশটির ৪০ শতাংশেরও বেশি এলাকা এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

 
Electronic Paper