ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিট দখল নিয়ে সিকৃবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

সিলেট ব্যুরো
🕐 ৯:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

সিট দখল নিয়ে সিকৃবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একটি হলের সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাধিক বলয় রয়েছে। হলের একটি কক্ষে নিজ বলয়ের শিক্ষার্থীদের ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এ সময় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, আব্দুস সামাদ আজাদ হলের ৫০৭ নম্বর কক্ষে ফিশারিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ছিলেন। তাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ায় দুটি আসন কয়েক দিন ধরে খালি ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শনিবার রাতে ওই আসনে নিজের চারজন অনুসারীকে ওঠান। তবে এতে ভেটেরিনারি অনুষদের রিয়াজুল ইসলাম নিজ বলয়ের শিক্ষার্থীদের ওঠাতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়।

শিক্ষার্থীরা জানান, বিকেলে প্রাধ্যক্ষের কক্ষে বিষয়টি নিয়ে আলোচনাকালে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত হলে সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান খোলা কাগজকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হলের একটি কক্ষ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন।

 
Electronic Paper