প্রার্থিতা ফিরে পেলেন মাহী বি চৌধুরী
অনলাইন ডেস্ক
🕐 ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।
গ্যারান্টার ঋণ খেলাপের দায়ে মাহীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থিতা ফিরে পেয়ে মাহী বি চৌধুরী সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পরিবেশ সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আশা করছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।
তিনি আরও বলেন, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচন আছি। আমরা শান্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনব ইনশা আল্লাহ।