ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএনপি পশ্চিমের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

বিএনপি পশ্চিমের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি করলে এখন কোনও নির্বাচন করা যায় না। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, বিএনপি করলে এখন ইউপি, উপজেলা, সিটি করপোরেশন, জাতীয় সংসদসহ কোথাও নির্বাচন করা যায় না। এই পরিস্থিতি থেকে বিএনপি নামক কারাগারে থেকে বের হয়ে আসছে অনেক নেতা।

তিনি বলেন, দলটি থেকে অনেকেই বের হয়ে আসছে। তারা নির্বাচন করবে। ইতোমধ্যে কেউ কেউ মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন।

মন্ত্রী বলেন, টিআইবি নিজেরাই নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। কোনও একটা দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা তাদের চিন্তার দৈন্যতা।

ড. হাছান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রচুর পর্যবেক্ষক থাকবে। বিএনপি নেতাদের নেয়া সিদ্ধান্ত ভুল, যা তাদের অনেক নেতা-কর্মীরাই স্বীকার করেছেন।

তিনি বলেন, বিএনপির সব কর্মসূচি হাওয়ায় মিলিয়ে গেছে। তারা এখন আকাশ আর পশ্চিমের দিকে তাকিয়ে আছে। এছাড়া তাদের আর কিছুই করার নেই।

 
Electronic Paper