ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে : গয়েশ্বর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক দফা আন্দোলনের অর্থ জনগনের ভোটাধিকার। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ সুষ্টু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এই অবৈধ সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচন কমিশন পুণর্গঠন করতে হবে। কারণ শেখ হাসিনাকে মানুষ বিশ্বাস করে না। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে টঙ্গীতে বিএনপি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কলেজগেট এলাকায় এ সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুর হক মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ।

 
Electronic Paper