ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা রওশনের

অনলাইন ডেস্ক
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা রওশনের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রওশন এরশাদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলেই কখনও নির্বাচন বয়কট করিনি। আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

তিনি বলেন, সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। সংসদকে প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও কার্যকর করতে জাতীয় পার্টি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমাদের এমপিরা অধিবেশনে যোগদান করে জনস্বার্থে বিভিন্ন দিক সংসদে তুলে ধরেছেন।

 
Electronic Paper