ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেড় হাজার নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ বিএনপির

খোলা কাগজ প্রতিবেদক
🕐 ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২২

দেড় হাজার নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ বিএনপির

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিএনপির। একই সঙ্গে প্রতি রাতে নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি ও নির্যাতনে দেশে ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ দলটির। গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন অভিযোগ করা হয়।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে বেআইনি মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে বেআইনি গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিএনপি নেতারা বলেন, বিএনপির ১০ ডিসেম্বর গণ-সমাবেশ নস্যাৎ করার উদ্দেশ্যে এ ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাচ্ছে সরকার।

 
Electronic Paper