ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালোবাসা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিন দিনই এটি জনপ্রিয় হয়ে উঠছে। শুরুর দিকে এটিকে অনেকে শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ ভাবলেও সে ধারণা ধীরে ধীরে কাটতে শুরু করেছে।

এ দিবসে প্রেমিক জুটির মাতামাতি প্রাধান্য পেলেও প্রকৃত অর্থে দিবসটি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অতীতের মতো আজকের ভালোবাসা দিবসেও একে অন্যকে ভালোবাসা জানাবেন।

সন্তান বাবা-মাকে, বাবা-মা সন্তানকে, শিক্ষকরা শিক্ষার্থীদের, শিক্ষার্থীরা শিক্ষকদের- এভাবে একে অন্যকে ভালোবাসা জানানোর মধ্য দিয়েই উদযাপিত হবে আজকের আনন্দমুখর দিন।

ফাল্গুনের প্রথম দিনে বসন্তের গন্ধ মনে মেখে নতুন উদ্দীপনায় মাতবে সব শ্রেণির মানুষ। পৃথিবীকে শান্তিপূর্ণ করতে ভালোবাসার বিকল্প নেই। সেই ভালোবাসাই আজ একজন জানাবে আরেকজনকে। নব্বইয়ের দশকে সাংবাদিক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বাংলাদেশে ভালোবাসা দিবস পালনের উদ্যোগ নেন। এরপর দিবসটি লুফে নেয় সব শ্রেণির মানুষ। দিন দিনই জনপ্রিয় হচ্ছে এ দিবস। প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হয়ে এটি।

ভালোবাসা বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডের ইতিবৃত্তে জানা যায়, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দি করেন।

তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইন্সের জনপ্রিয়তা বেড়ে যায়। তাই ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন।

দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। এরপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেইটাইন্স স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন।

 
Electronic Paper