ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪

ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে আগামী ৩০ মে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার মানুষ। এছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১৮৬৫ বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার। আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আগামী ৩০ মে’র সফর উপলক্ষে উপজেলা প্রশাসন ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এতে রাজধানীসহ ১০ জেলায় অন্তত ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।

 
Electronic Paper