ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাতে মিয়ানমার থেকে এলো আরও ৪৬ বিজিপি সদস্য

অনলাইন ডেস্ক
🕐 ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

রাতে মিয়ানমার থেকে এলো আরও ৪৬ বিজিপি সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটছে। সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে প্রবেশ করতে শুরু করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত নতুন করে বিজিপির ৪৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন করে গতকাল রাতে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে। বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১২ দিনের মাথায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

 

 
Electronic Paper