ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস

অনলাইন ডেস্ক
🕐 ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

ছুটি থেকে ফিরে এই প্রথম পিটার হাস সরকারের উচ্চ পর্যায়ের কারও সঙ্গে বৈঠক করছেন। ছুটিতে যাওয়ার আগে তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন।

ওই চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানায়। তবে আজ কি বিষয়ে বৈঠক হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি।

তবে একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

জানা গেছে, বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

 
Electronic Paper