ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
🕐 ৯:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে বিভিন্ন অভিযোগের সমাধান করতে ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। সোমবার (৩০ জানুয়ারি) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আমরা যেসব কর্মী পাঠাই, সেখানে অনেক সময় উল্টা-পাল্টা কাজ হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন এগুলো ঠিক করার জন্য। আমাদের বিশ্বাস, তিনি আসার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হয়ে যাবে। এর ফলে বাংলাদেশি কর্মীরা স্বল্প খরচে সেখানে কাজ করতে যেতে পারবেন।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশই হতে যাচ্ছে সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের প্রথম বিদেশ সফর। ফলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
