যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ
সরিষাবাড়ী প্রতিনিধি
🕐 ৭:৪৪ অপরাহ্ণ, জুন ০১, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তর পাড়া গ্রামে সকাল ৬টায় এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী সিনিয়র ফায়ার সার্ভিস স্টেশন ও জামালপুরের ফায়ার সার্ভিস এর ২সদস্য বিশিষ্ট ডুবুরী দলেনেতা শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিখোঁজ যুবকের সন্ধান করতে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ সদস্যর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি ।
নিখোঁজ যুবক সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে নাজমুল ইসলাম।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, গোসল করতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু এখনো নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
