গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার
গৌরীপুর প্রতিনিধি
🕐 ৭:০২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মোঃ এরশাদুল হক (৩৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গোরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কারবারি উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই পুলিশ উৎপেতে ছিলেন এরশাদুলর বাড়ির পাশে। পরে এরশাদুলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশের একটি চৌকস টিম। এরশাদুল হককে বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে ৭টি বান্ডিলে ২১ কেজি গাঁজাসহ তাকে আটক করে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।
তিনি জানান, দুই বছর যাবত কুমিল্লা থোকে গাঁজা এনে এরশাদুল হক ময়মনসিংহ-নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করতো। গ্রেফতারকৃত কারবারিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সৌপর্দ করা হবে বলে তিনি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
