নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
মো. জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোণা
🕐 ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

নেত্রকোণায় সাফায়েত আলী (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
আজ রবিবার (২৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বালুয়াখালী খালপাড় এলাকা থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাফায়েত আলী সদর উপজেলার বালুয়াখালী গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি স্থানীয় রাঙা বিলে ফিশারীতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানায়, সকালে বালুয়াখালী খালপাড় এলাকার একটি রাইচ মিলের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে, এ ঘটনায় এখন পর্য়ন্ত কাউকে আটক করতে পারিনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামন জুয়েল জানান, পৌরসভার ময়লা ফেলার স্থানে কে বা কারা থাকে মেরে ফেলে রেখে চলে গেছে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। অন্যদিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
