বিশ্রামরত অবস্থায় কুপিয়ে হত্যা, ৫ আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক
🕐 ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০২৩

নেত্রকোনায় কুপিয়ে এরশাদ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৫ আসামিকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর ও ঢাকার দক্ষিণখান থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নিহত ভিকটিম এরশাদ মিয়ার সঙ্গে গ্রেফতারকৃত আসামিদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছিল। গত ২৬ মে এরশাদ মিয়া আদালত থেকে ফিরে বসত বাড়ির উঠানে বিশ্রামরত ছিলেন। এ অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে নেত্রকোনা জেলার মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতমনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
