ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালুকায় বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা

ভালুকা প্রতিনিধি
🕐 ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

ভালুকায় বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা

ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে ৭৭৮ দাগে কড়ুইতলী এলাকায় গত (১৬ নভেম্বর) বুধবার সকালে স্থানীয় বনবিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখল কারীরা সরকারি কাজে বাধা প্রদানসহ বনকর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে ছয়জন গুরুতর আহত হয়।

ওই বিষয়ে হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও বনবিভাগ সূত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজা ৭৭৮ দাগে ২০২১-২০২২ সৃজিত বাগানে জনৈক শহিদুল ইসলামের স্ত্রী রুমা আক্তার বনভূমি জবরদখল করে ঘর নির্মান করে সংবাদ পেয়ে স্থানীয় বনবিভাগ ঘটনার দিন সকালে উচ্ছেদ অভিযান করতে গেলে ওইখানে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা জবরদখলকারী মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ গাজী মিয়া (৫০) মৃত করিম শেখের ছেলে মোঃ জজ মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৩৫), রাজ্জাক (৪৫) এর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র-সস্ত্রসহ বনবিভাগের কর্মকর্তকদের ওপর হামলা চালায়। এতে বনবিভাগের বন প্রহরীসহ ৬ জন গুরুতর আহত হয়। একাধিক বন প্রহরীর ইউনিফর্ম ছিড়ে ফেলেন হামলাকারীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বলেন, আমি ও আমার স্টাফসহ উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখলকারীরা সরকারি কাজে বাঁধা প্রদান করে ও আমাদের উপর হামলা চালায় এতে আমাদের ছয়জন স্টাফ আহত হয়েছে, আমারা হামলা কারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper