ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাংবাদিকদের নিয়ে নিউজ নেটওয়ার্কের কর্মশালা শুরু

জেষ্ঠ্য প্রতিবেদক
🕐 ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

সাংবাদিকদের নিয়ে নিউজ নেটওয়ার্কের কর্মশালা শুরু

উন্নয়ন, সুশাসন ও নাগরিক সমস্যা সমাধানে সাংবাদ মাধ্যমের আরো জোরালে ভূমিকার উপর গুরুত্বারোপ করে গতকাল সোমবার ঢাকায় তিন দিনের এক কর্মশালা শুরু হয়েছে। দেশের অন্যতম বেরকারি সংস্থা নিউজ নেটওয়ার্কের এ আয়োজনে জাতীয় পত্রিকা, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালের ২৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। অপর বেসরকারি সংস্থা এডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) এ উদ্যোগে সহায়তা করছে।

কর্মশালয় উদ্বোধনী বক্তব্য দেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মইনুদ্দিন আহমেদ। নিউজ নেটওয়ার্ক সম্পাদক শহীদুজ্জামানের সঞ্চালনায় অন্যানের মধ্যে আরো বক্তৃতা করেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতান চাঁদ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কনসোর্টিয়াম সমন্বয়কারী সানজিদা জাহান আশরাফি, ওয়াটার কিপারস বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মো. কামরুজ্জামান এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সুলতান মাহমুদ।

উন্নয়ন, সুশাসন ও নাগরিক সমস্যা নিয়ে কর্ম অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন মানবাধিকার বিশেষজ্ঞ রেজাউর রহমান লেলিন।

 
Electronic Paper