ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী রিমান্ডে

অনলাইন ডেস্ক
🕐 ১:২১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুইদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

এদিকে আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর রোববার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রোববার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়। এর আগে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা করেন।

প্রসঙ্গত, ফাইরুজ অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 
Electronic Paper